জুমবাংলা ডেস্ক : দখল ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে তার বিরুদ্ধে ভবিষ্যতে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক বাদশার প্রাথমিক সদস্য পদ বাতিল করে তাকে সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপির নেতারা জানান, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মিদের সঙ্গে আতাঁত করে ডিসি রোডসহ বিভিন্ন এলাকায় ডিশের ব্যবসা পরিচালনা করে লাখ লাখ টাকা আয় করেন যুবদল নেতা বাদশাহ।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর চকবাজার, ডিসি রোড, এক্সেস রোডসহ পুরো বাকলিয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। কোনো টেন্ডার ছাড়াই চকবাজারের কাঁচাবাজার দখল করে নেন।
কাঁচাবাজারের আওতার বাইরে শত শত ভ্যান গাড়ি বসিয়ে টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। শুধু এমদাদুল হক বাদশা নয়, তার ভাইয়ের বিরুদ্ধেও একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।