বিনোদন ডেস্ক : ছেলে পদ্মসহ পরিবারের আরও পাঁচজন সদস্যকে নিয়ে গত ১১ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
গত ১৪ জানুয়ারি ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন নায়িকা পরীমণি। এবার পরীমণির ছেলে পুণ্য /পদ্মকে নিয়ে এক স্ট্যাটাস দিয়ে দোয়া চাইলেন ছোটপর্দার নির্মাতা চয়নিকা চৌধুরী।
মঙ্গলবার রাতে পদ্ম’র অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী তার ফেসবুক পোস্টে লেখেন-
পরী মণি এর পুণ্য /পদ্ম
অনেক অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাটার জন্যে।
আদরের বাচ্চাটা যেন আবার হাসি খুশিতে মেতে উঠতে পারে।ওর মুখের দিকে তাকাতে পারছিনা কেউ।সবার চোখের জল।
❤️🇧🇩🌹😊🎥🎬
https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0Rejx619d4naCEwPZX3xSLpC2Cv4g7xWoQKYfE48YaAUf2f9FLuux2NK1zw8tw6tql&id=1307111251&mibextid=Nif5oz&paipv=0&eav=AfZ2YAWP8w1V_vdsoaxa0CvXoX1mMzhXZXf1ngOBZ1SLi2MO-wuxEdshcFQ0uCiNdXU&_rdr
চয়নিকা চৌধুরীর ফেসবুকে পোস্ট করতেই মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে পরীমণির ছেলে পদ্ম’র সুস্থতা কামনা করেন অনুরাগীরা।
প্রসঙ্গত, চয়নিকা চৌধুরীর পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটিতে কাজের সুবাদে চিত্রনায়িকা পরীমণি ও চয়নিকা চৌধুরীর মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে তাদের। সবশেষ উত্তরা বোট ক্লাব কাণ্ডের পর পরীমনির পাশে ছায়ার মতো দেখা গেছে চয়নিকা চৌধুরীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।