বিনোদন ডেস্ক : রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে শুরু হয়েছে ৪৩তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। আজ বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন রবীন্দ্র সংগীতশিল্পী ফাহমিদা খাতুন।
বোধন সঙ্গীত ‘এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে’ এই গানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সম্পাদক তানিয়া মান্নান। অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দেন উদ্বোধনী অধিবেশনের সভাপতি ডা. সারওয়ার আলী। উদ্বোধক ফাহমিদা খাতুন আশীর্বচন প্রদান করেন।
আলোচনা শেষে গীতিআলেখ্য ‘ফিরে চল মাটির টানে’ পরিবেশিত হয়। গীতিআলেখ্যটি গ্রন্থনা করেন সন্তোষ ঢালী, সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী বুলবুল ইসলাম। এটি পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ত্রপা মজুমদার।
পরে সান্ধ্য অধিবেশন বেজে ওঠে সুরের ঝংকার। সুরের গানের কথায় পূজা, প্রেম ও প্রকৃতির রূপরসে বিভোর করে মন। ফারজানা আক্তার পপি, সেমন্তী মঞ্জরী, রোকাইয়া হাসিনা, অশোক সাহা, নুরুল মতিন সৈকত, আকলিমা খাতুন, শুক্লা পাল সেতু, ফেরদৌস আরা লিপিরা গান পরিবেশন করেন।
এবারের ৪৩তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে দেশের নানা অঞ্চল থেকে আসা ৫০০ জনের বেশি শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশ নিচ্ছেন। শুক্রবার সকাল ৯টা ৩০মিনিট থেকে শুরু হবে সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।