সারা দেশের প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এখন থেকে সরাসরি ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বেতন-ভাতা পাচ্ছেন। এতে জটিলতা কমে কর্মীদের ব্যাংক হিসাবে সরাসরি টাকা জমা হবে।
২২ আগস্ট থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে কমিউনিটি ক্লিনিক সূত্র।
শনিবার (২৩ আগস্ট) কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, বেতন ছাড়াও সরকার প্রদত্ত যে কোনো পারিতোষিক এখন থেকে বিকাশের মাধ্যমে দেওয়া হবে। এর ফলে সিস্টেম লস শূন্যে নেমে এসেছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বেতন প্রদান পদ্ধতিতে জটিলতা ছিল। নতুন এই ব্যবস্থা স্বাস্থ্যকর্মীদের আর্থিক নিরাপত্তা ও সময় বাঁচাতে সহায়ক হবে।
সূত্র জানায়, প্রথমে সিএইচসিপিদের চাকরি প্রকল্পের আওতায় ছিল। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ সেক্টর প্রোগ্রামের অপারেশনাল প্ল্যান (ওপি) থেকে বেতন দেওয়া হতো। বিগত সরকার তাদের চাকরি ট্রাস্টে ন্যস্ত করে। সবশেষ গত জানুয়ারিতে ১৬তম গ্রেডভুক্ত এসব স্বাস্থ্যকর্মীর চাকরি জাতীয়করণ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, বেতন প্রদানে ইএফটি এবং পারিতোষিক প্রদানে বিকাশ ব্যবহারের উদ্যোগটি কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের যুগান্তকারী সাফল্য। এতে শুধু স্বচ্ছতা নয়, বরং গ্রামীণ স্বাস্থ্যসেবায় যুক্ত কর্মীদের মনোবল ও আস্থা বৃদ্ধি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।