আন্তর্জাতিক ডেস্ক : বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারাকে আটক করে বলিভিয়ার জাতীয় বীরে পরিণত হওয়া সেনা কর্মকর্তা জেনারেল গ্যারি প্রাডো সালমন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সহায়তায় পরিচালিত এক সেনা অভিযানে বিপ্লবী চে গুয়েভারাকে আটক করতে সক্ষম হন গ্যারি প্রাডো সালমন। ওই সময়ে বলিভিয়াতে ডানপন্থী সামরিক সরকার ক্ষমতায় ছিল।
আটকের পরদিন বলিভিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা মারিও তেরান চে গুয়েভারাকে গুলি করে হত্যা করেন। অবশ্য তিনিও গত বছর মারা গেছেন। জেনারেল প্রাডোর ছেলে তার বাবাকে ‘একজন অসাধারণ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন, যিনি প্রেম, সততা এবং সাহসের প্রতীক ছিলেন।
বিবিসি বলছে, চে গুয়েভারাকে আটক ও হত্যার সময়ে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। তখন চে গুয়েভারার কর্মকাণ্ডসহ লাতিন আমেরিকায় কমিউনিস্ট প্রভাবের বিষয়ে খুবই উদ্বিগ্ন ছিল ওয়াশিংটন।
আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা চে গুয়েভারা ১৯৫৯ সালে কিউবায় বিপ্লব সফল হওয়ার পর অন্য দেশগুলোতে গেরিলা কার্যক্রমে নেতৃত্ব দিতে কিউবা ছাড়েন। তিনি কিউবার কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রোর ঘনিষ্ট মিত্র ছিলেন এবং বিশ্বব্যাপী কমিউনিস্টদের জন্য বিপ্লবের প্রতীকে পরিণত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।