সাইকেলের দামে কিনুন ইলেকট্রিক সাইকেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাধারণ বাই-সাইকেলকে পাশ কাটিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক সাইকেল। পরিবেশবান্ধব এই দ্বিচক্রযানে চড়ে অনেকটা পথ পাড়ি দেওয়া যায়। গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন কোম্পানি বাজারে আনছে একের পর এক ই-সাইকেল। যেগুলোর দামও হাতের নাগালে। সম্প্রতি আন্তর্জাতিক বাজার এসেছে নতুন ইলেকট্রিক সাইকেল। যা দামে সাশ্রয়ী। ব্যাটারিচালিত এই সাইকেল এনেছে ইমর্টাড। মডেল এক্স১।

মোটরসাইকেল-স্কুটারকে হার মানাচ্ছে ইলেকট্রিক সাইকেল। বিগত দিনে ভারতে একগুচ্ছ বিদ্যুৎ চালিত সাইকেল লঞ্চ হয়েছে। তার মধ্যে বেশ কিছু দু চাকা রয়েছে যাদের রেঞ্জ বাইক বা স্কুটির সমান। উপরন্ত মিলবে একগুচ্ছ ফিচার্স। দামও বাজেটের মধ্যে। ফলে যে সকল মানুষ স্বল্প দূরত্বের জন্য একটি ভালো দু চাকা খুঁজছেন তাদের কাছে ভালো বিকল্প হয়ে উঠেছে এই সাইকেলগুলো।

১৮ ইঞ্চির হাই টেনসাইল স্টিল ফ্রেম দিয়ে তৈরি এই ইলেকট্রিক সাইকেল। দাম ২৪ হাজার ৯৯৯ রুপি।

এই ইলেকট্রিক সাইকেলে মিলবে ৩৬ ভোল্ট ৭.৫ অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন রিমুভেবেল ব্যাটারি প্যাক সঙ্গে আছে ২ অ্যাম্পিয়ার আওয়ারের চার্জার। যা ফুল চার্জে প্যাডেল অ্যাসিস্ট সহযোগে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।

এই ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৪ ঘণ্টা। সাইকেলে রয়েছে ডিস্ক ব্রেক, সাসপেনশন এবং অ্যালমুনিয়াম অ্যালয় রিম।