Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কম দামে স্বর্ণ কিনতে পারবেন ভুটানে, বিনাশুল্কে আনা যাবে ২০ ভরি পর্যন্ত
    আন্তর্জাতিক

    কম দামে স্বর্ণ কিনতে পারবেন ভুটানে, বিনাশুল্কে আনা যাবে ২০ ভরি পর্যন্ত

    February 28, 20233 Mins Read

    জুমবাংলা ডেস্ক : বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছে ভুটান। তারা সে দেশে আসা বিদেশি পর্যটকদের ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত হারে সোনা কেনার সুযোগ দিচ্ছে, যার মধ্যে ভারত ও বাংলাদেশের নাগরিকরাও পড়ছেন। ভুটানে ২৪ ক্যারেট সোনার দাম বাংলাদেশের তুলনায় অন্তত এক-তৃতীয়াংশ কম পড়বে বলেও প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে।

    স্বর্ণের দাম

    আর বাংলাদেশ যেহেতু বিদেশ থেকে আসা নাগরিকদের প্রত্যেককে অন্তত বিশ ভরি (২৩৪ গ্রাম) সোনা নিখরচায় দেশে আনার অনুমতি দেয়, তাই কেউ এই কোটার পুরো ফায়দা তুললে ভুটানে সোনা কিনে প্রায় ৫ লাখ রুপি সাশ্রয় করতে পারবেন। এর ওপরে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারও বিনাশুল্কে বাংলাদেশে আনা যাবে।

    তবে এই ডিউটি ফ্রি-হারে ভুটানে সোনা কেনার শর্ত একটাই; আপনাকে পর্যটক হিসেবে অন্তত একটি রাত ভুটানের ট্যুরিজম কাউন্সিলের অনুমোদিত কোনো হোটেলে কাটাতে হবে এবং সরকারের নির্ধারিত হারে এসডিএফ (সাসটেইনেবেল ডেভেলপমেন্ট ফি) দিতে হবে।

    এই এসডিএফের বর্তমান রেট এখন ভারতীয়দের জন্য দৈনিক মাথাপিছু ১২০০ রুপির মতো, আর অন্য বিদেশিদের জন্য ২০০ মার্কিন ডলার। তবে সোনার দামে ভুটান এতটাই ছাড় দিচ্ছে যে এসডিএফ দেয়ার পরও পর্যটকরা সোনা কিনে বিপুল সাশ্রয় করতে পারবেন।

    গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভুটান সরকারের এই নাটকীয় সিদ্ধান্তটির কথা ঘোষণা করেন সে দেশের সুপরিচিত সাংবাদিক, দ্য ভুটানিজ পত্রিকার সম্পাদক এবং মিডিয়া অ্যাসোসিয়েশন অব ভুটানের প্রেসিডেন্ট তেনজিং লামসাং।

    নিজের টুইটার হ্যান্ডল থেকে তিনি লেখেন, পর্যটনের প্রসার ঘটাতে সিদ্ধান্ত নেয়া হয়েছে এখন থেকে ভারতীয় বা এসডিএফ মাশুল দেয়া অন্য পর্যটকরা ভুটানের ফুন্টশোলিং বা থিম্পুতে ট্যাক্স-ফ্রি রেটে সোনা কিনতে পারবেন। একমাত্র শর্ত হলো আপনাকে পর্যটন দফতর অনুমোদিত হোটেলে থাকতে হবে এবং এসডিএফ দিতে হবে। ভারতের তুলনায় এই স্বর্ণের দাম অনেক সস্তা পড়বে

    ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে সোনার দাম যেহেতু বেশ খানিকটা বেশি, তাই বাংলাদেশিদের ক্ষেত্রে এই সাশ্রয়ের পরিমাণ যথারীতি আরো বেশি হবে।

    তেনজিং লামসাং পরে আর একটি টুইটে একটি ‘আপডেট’ যোগ করে জানান, ভুটানে সোনা কেনার জন্য ভারতীয়দের মার্কিন ডলার নিয়ে আসতে হবে। একই কথা বাংলাদেশিদের জন্যও প্রযোজ্য। অর্থাৎ রুপি বা টাকা দিয়ে ভুটানে সোনা কেনা যাবে না- কিনতে হবে ডলার দিয়েই।

    এখন প্রশ্ন হলো, এসব শর্ত পূরণ করে বাংলাদেশি বা ভারতীয়রা যদি ভুটানে সোনা কেনেন, তাহলে তাদের ঠিক কতটা লাভ হতে পারে?

    আজকের তারিখে (২৬ ফেব্রুয়ারি) ভারতের বাজারে ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম ৫৭ হাজার ৪৯০ রুপি।

    একই সময়ে, ভুটানে ডিউটি-ফ্রি রেটে একই মান ও পরিমাণের সোনার মূল্য হবে ৪০ হাজার ২৮৬ ভুটানিজ ন্যুলট্রাম।

    এখন ভারতীয় ও ভুটানিজ কারেন্সির বিনিময় মূল্য যেহেতু প্রায় সমান (১ রুপি = ১ ন্যুলট্রাম), তাই ভারতীয়দের জন্য ভুটানে এই সোনার দাম পড়বে ৪০ হাজার ২৮৬ রুপি। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ভারতীয়রা ১৭ হাজার রুপিরও বেশি লাভ করতে পারবেন।

    অন্যদিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চলতি মাসে (ফেব্রুয়ারি ২০২৩) সর্বশেষ খুচরা বাজারে যে সোনার দাম নির্ধারিত করেছে তাতে ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম পড়ছে ৭৯ হাজার ১০০ বাংলাদেশি টাকা। (২৪ ক্যারেটের দাম আরো বেশি)। উল্লেখ্য, ১১ দশমিক ৬৬ গ্রামে এক ভরি।

    ১০০ ভারতীয় রুপি সমান ১২৭ দশমিক ৯ বাংলাদেশি টাকা ধরলে বাংলাদেশে এই পরিমাণ সোনার দাম পড়ছে ৬১ হাজার ৮৩৭ ভারতীয় রুপি বা সমপরিমাণ ভুটানিজ ন্যুলট্রাম।

    ফলে ভুটানের দামে ওই সোনা কিনতে পারলে বাংলাদেশিরা প্রতি ১০ গ্রামে প্রায় ২২ হাজার রুপি বা ২৮ হাজার টাকার মতো সাশ্রয় করতে পারবেন।

    এর পাশাপাশি, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) প্রত্যেক ভারতীয় পুরুষকে ৫০ হাজার রুপি মূল্যের ও প্রত্যেক ভারতীয় নারীকে এক লাখ রুপি মূল্যের সোনা বিনা শুল্কে দেশে আনতে দেয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই পরিমাণটা অনেক বেশি। প্রত্যেক বাংলাদেশি নারী-পুরুষ বিদেশ থেকে বিশ ভরি পর্যন্ত সোনা বিনাশুল্কে আনতে পারেন।

    ফলে ভুটানের এই নতুন ও অভিনব ‘স্কিম’ ভারত তো বটেই, বাংলাদেশের পর্যটকদের কাছেও তুমুল আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    পাকিস্তানে এবারের রমজানে চরম দুর্ভোগ পড়ার আশঙ্কা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ২০ আনা আন্তর্জাতিক কম কিনতে দামে পর্যন্ত পারবেন বিনাশুল্কে ভরি ভুটানে যাবে স্বর্ণ স্বর্ণের দাম
    Related Posts
    ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত

    মধ্যরাতের পর ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত

    May 7, 2025
    ভারতের হামলার যোগ্য জবাব

    ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান

    May 7, 2025
    ভারত

    নিরাপত্তাজনিত কারণে বহু ফ্লাইট বাতিল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা ভারতে

    May 7, 2025
    সর্বশেষ সংবাদ
    ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত
    মধ্যরাতের পর ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত
    ভারতের হামলার যোগ্য জবাব
    ভারতের হামলার যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তান
    ভারত
    নিরাপত্তাজনিত কারণে বহু ফ্লাইট বাতিল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা ভারতে
    স্মার্টওয়াচ
    এক চার্জে ১৪ দিন ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ
    ৭৬ জনকে নিয়োগ
    ১১পদে ৭৬ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর
    দেশি ও বিদেশি বিনিয়োগ
    দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ৪ ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন: বিডা চেয়ারম্যান
    চশমা
    অগমেন্টেড রিয়েলিটি চশমা তৈরি করছে অ্যাপল
    গ্রেনেড বাবু
    খুলনায় গ্রেনেড বাবুর সামরিক শাখা প্রধান কালা তুহিনসহ গ্রেফতার ৩, গোলাবারুদ উদ্ধার
    মেট গালা
    সাদা-কালো থিমে মেট গালায় নজর কাড়লেন প্রিয়াঙ্কা-নিক
    সাপ্লিমেন্ট
    ৫টি প্রচলিত সাপ্লিমেন্ট আপনার কিডনির জন্য হতে পারে নীরব ঘাতক
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.