বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশ হোক কিংবা বিদেশ! ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে সর্বত্র। অটো ইন্ড্রাস্ট্রিতে বড়বড় সংস্থা নতুন নতুন ইলেকট্রিক গাড়ি কিংবা বাইক তৈরি করছে। বিভিন্ন দামের বাজারে রয়েছে এই ইভি ভেইক্যাল। ইলেকট্রিক ভেইক্যাল কেনার খরচ এককালীন বেশি হলেও পরিবহণ খরচ অনেকটাই কম এক্ষেত্রে।
ক্রেতাদের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি মাহিন্দ্রা উইলিস জিপের ইলেকট্রিক সংস্করণ বাজারে এসেছে। আশ্চর্যজনক বিষয় হল নয়া এই ইভি জিপের দাম Royal Enfield Himalayan 450 এর থেকেও কম। নয়া এই ইলেকট্রিক জিপের ডিজাইন ইতিহাসকে মনে করাবে। এখনও পর্যন্ত কাস্টম প্রজেক্ট হিসাবে রয়েছে।
নয়া ইলেকট্রিক জিপ একেবারে ফাইডার বডি দিয়ে তৈরি করা হয়েছে। , এটি দেখতে হুবহু ভিনটেজ উইলিস জিপের মতো। যা একসময় ভারতে খুব জনপ্রিয় ছিল। এই ইলেকট্রিক জিপটিকে গ্রিন মাস্টার কোম্পানি তৈরি করেছে। এতে কাস্টম এলইডি হেডলাইট এবং ওপেন চেসিস দেওয়া হয়েছে। ইভি কোম্পানি বনেটের ভিতরে লাগেজ রাখার জন্য 30 লিটার বুট স্পেস দেবে। নয়া এই ইলেকট্রিক জিপ দারুণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেয়। নয়া এই ডিজাইনের এসইভি প্রায় ১.৩২ মিটার এবং লম্বা প্রায় 2.87 মিটার।
জিপ ইভির সাসপেনশন সেটআপের কথা বলতে গেলে, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল থেকে নেওয়া সাসপেনশন স্ট্রটগুলি চার কোণায় দেওয়া হয়েছে। পাওয়ারট্রেনে কথা বলতে গেলে এতে 1500 ওয়াট ইভি মোটর দেওয়া হয়েছে। যা সর্বোচ্চ 2 বিএচপি পাওয়ার এবং 9 এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। কবার সম্পূর্ণ চার্জ হলে, এই জিপ ইভি প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ছুটতে পারে।
ড্যাসবোর্ডে একটা ছোট স্টোরেজ এবং স্পিড, ব্যাটারির বিষয়ে তথ্য পেতে ছোট ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। কাস্টম স্টিয়ারিং থেকে শুরু করে টেল লাইট দিয়েছে। দুটি লেদার সিট এবং পিছনে একটি বড় আসন দেওয়া হয়েছে। আধুনিক জিপে 15 ইঞ্চির স্টিল রিম দেওয়া হয়েছে। এছাড়াও আরও আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে নয়া ইলেকট্রিক্ল জিপে।
এই ইভি জিপের দাম Royal Enfield Himalayan 450 এর থেকেও কম। গ্রিন মাস্টার ওয়েবসাইটে এই জিপের দাম মাত্র 2.60 লাখ টাকা। যেখানে Royal Enfield Himalayan 450 এর এক্স শোরুম দাম 2.85 লাখ টাকা। গ্রীন মাস্টারের ওয়েবসাইটে উপস্থিত যোগাযোগ নম্বরে কল করে ঘরে বসে অর্ডার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।