জুমবাংলা ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে। যেকোনো ধরনের নকল বা অসদুপায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর চলতি পরীক্ষাটি বাতিল করা হবে এবং পরবর্তী ১ থেকে ৪ বছরের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিল হতে পারে।
শনিবার (৫ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— পরীক্ষায় অসদুপায় হিসেবে ধরা পড়বে: নকল করা, প্রশ্নপত্র ফাঁস বা ফাঁস হওয়া উত্তর ব্যবহার করা, মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা, অনুমোদনহীন কাগজপত্র বহন করা বা সেখান থেকে লেখা, ভুয়া পরিচয়ে পরীক্ষা দেওয়া, অন্যের রোল নম্বর ব্যবহার করা, উত্তরপত্রের কভার বা পৃষ্ঠা বদলানো, ইনভিজিলেটরকে সহযোগিতা না করা বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা, পরীক্ষার হলে গোলযোগ বা ভাঙচুর করা, অন্য পরীক্ষার্থীদের বাধা দেওয়া, প্রশ্নপত্র বা উত্তরপত্রে অস্বাভাবিক লেখা বা টাকা রাখা ইত্যাদি।
যেসব শিক্ষার্থী এ ধরনের অপরাধে জড়াবে, তাদের বিরুদ্ধে পরীক্ষা শৃঙ্খলা কমিটি কঠোর শাস্তির সুপারিশ করবে। শাস্তি হিসেবে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ থেকে ৪ বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।