সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : চাকরির প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে ৪ জন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৪ (সিপিসি-৩)।
রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে আশুলিয়ার ইউসুফ সুপার মার্কেট হতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল থানার কুমলাই গ্রামের মৃত তালুকদার জালাল উদ্দিনের ছেলে মোঃ দিদারুল আলম (৪০), শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার দক্ষিণ কোদালপুর গ্রামের মোঃ নাসির উদ্দিন বেপারীর ছেলে মোঃ আশরাফ আলী (৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারি গ্রামের মৃত সামাদ শেখের ছেলে মোহাম্মদ মোস্তফা শেখ (৩২) ও জামালপুর জেলার জামালপুর সদর থানার ঝাউরাম গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ পাপেল হাসান(১৯)।
এ সময় উক্ত প্রতারক চক্রের মূলহোতা মোঃ রাজ মোল্লা (৪২), পিতা- আঃ মালেক মোল্লা পালিয়ে যায়।
অভিযানে আসামীদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ২৯৪ টি ফরম ও সনদ, ২টি ভুয়া আইডি কার্ড, ১০টি পাস বই, ৪টি স্টিকার, ২টি বিলবোর্ড, ২টি রেজিস্টার, ৫টি সিসি ক্যামেরা, ১টি সিসিটিভির মনিটর, ৬টি মোবাইল ফোন, ১টি হকি স্টিক, ১টি মাউস ও নগদ ৫০১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন যাবৎ আশুলিয়া, সাভার সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অফিস ভাড়া নিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। পরবর্তীতে ভিকটিম তার টাকা ফেরত চাইতে গেলে আসামিরা তাদেরকে নানা রকম ভয়-ভীতি প্রদান করে এবং হকি স্টিক দিয়ে মারধর করে। এমন অভিযোগ প্রাপ্তির পর অত্র কোম্পানির চৌকস দল ঢাকার আশুলিয়া থানাধীন ইউসুফ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজ ইয়ার এন্ড এলার্ট সিকিউরিটি সার্ভিস নামক অফিস হতে উপরোক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানিকগঞ্জে কাজীদের দৌরাত্ম্য: ভাড়ায় চলছে নিকাহ রেজিস্ট্রারের বহি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।