আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির একজন সিভিল সার্ভিস পরীক্ষার্থী অনলাইনভিত্তিক ডেটিং অ্যাপে একজন নারীর সাথে পরিচিত হন। পরে তার সাথে দেখা করতে যান একটি ক্যাফেতে। সেখানে তাদের খাবারের বিল হয় ১ লাখ ২০ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এটি শুধুমাত্র একজনের সাথে ঘটে যাওয়া ঘটনা। দেশটির অনলাইনভিত্তিক ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা প্রায় প্রতিনিয়তই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন।
এনডিটিভি জানিয়েছে, এসব অনলাইন অ্যাপের ফলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে এবং এর বেশিরভাগই প্রকাশিত হয় না। যার অন্যতম কারণ হলো ভুক্তভোগীরা তাদের পরিবারকে জানাতে চায় না যে তারা এমন কিছুর সাথে যুক্ত হয়েছে বা আছে। ডেটিং অ্যাপে প্রতারণা এখন দিল্লি, মুম্বাই এবং হায়দ্রাবাদসহ ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়েছে।
টিন্ডার, বুম্বলে, হিনজে এবং ওকেকুপিড নামের বেশ কিছু ডেটিং অ্যাপ বেশ জনপ্রিয় হয়ে পড়েছে দেশটিতে। যেখানে নারীরা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে ভুক্তভোগীদের সাথে কথা বলেন এবং সরাসরি সাক্ষাৎ করতে চান একটি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট কোন ক্যাফেতে। ক্যাফেতে দেখা করতে যাওয়ার পর ওই নারী খাবারের অর্ডার দিয়ে থাকে। অনেক সময় এমন কিছু অর্ডার করে যা মেনুতেও থাকে না। খাবার শেষে ওই নারী তাড়াহুড়ো করে ক্যাফে থেকে পালিয়ে যান। এরপর যখন বিল আসে তখন ভুক্তভোগী বুঝতে পারেন যে এই বিল অস্বাভাবিক। এসময় প্রতিবাদ করলে তাকে ক্যাফে স্টাফ বা বাউন্সাররা হুমকি দেয় ফলে ওই টাকা পরিশোধ করতে বাধ্য হন ভুক্তভোগী।
সাম্প্রতিক দিল্লির ওই ঘটনায় পুলিশ ক্যাফের মালিক অক্ষয় পাহওয়া এবং ডেটিং অ্যাপের ওই নারী আফসান পারভীনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, এই কেলেঙ্কারির সাথে বেশ কয়েকজন থাকে যার মধ্যে আছে ক্যাফের মালিক এবং ম্যানেজার। পুলিশ আরও জানায়, অক্ষয় পাহওয়া পুলিশকে বলেছেন, বিলের ১৫ শতাংশ পান ওই নারী, ৪৫ শতাংশ পান মালিক এবং বাকি ৪০ শতাংশ পায় ম্যানেজার।
সামাজিক মাধ্যমে একজন জানিয়েছে, তিনি এই ধরণের একটি ডেটিংয়ে গিয়ে ৪৫ হাজার রুপি খুইয়েছেন যা তার ধারণার থেকে কয়েকগুণ বেশি। অন্য একজন ব্যবহারকারী বলেছেন, তিনিও এই ধরণের প্রতারণার শিকার হন। যখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তখন দেখেন যে তার পাশের টেবিলের একজনও তার মতই প্রতারণার শিকার হয়েছেন।
নারীরাও এধরণের প্রতারণার শিকার হচ্ছেন। এই মাসের শুরুতে, দিল্লি পুলিশ ডেটিং অ্যাপে নারীদের সাথে বন্ধুত্ব করার জন্য এবং তাদের বাড়িতে ডাকাতির অভিযোগে দুজন পুরুষকে গ্রেপ্তার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।