লাইফস্টাইল ডেস্ক : বছর দুয়েক আগের ঘটনা। ভিডিও কলে এক অপরিচিত মহিলার সঙ্গে কথা বলার পরে জালিয়াতদের ফাঁদে পড়েছিলেন টলিউডের এক নামী অভিনেতার পিএ। তারপর লাগাতার চলছিল ব্ল্যাকমেল, দফায় দফায় টাকা আদায়। একটা সময়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন ওই যুবক। কলকাতা পুলিশ রাজস্থানের ভরতপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারপরেও দেশ-বিদেশ থেকে একই কায়দায় অহরহ পাতা হচ্ছে সেক্সটরশনের ফাঁদ।
তাই সতর্ক থাকুন:
অচেনা নম্বর থেকে এভাবে ভিডিও কল এলে রিসিভ করবেন না।
যদি কোনও কারণে ভিডিও কল এলে রিসিভ করেও ফেলেন, তাহলেও আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা যথাসম্ভব আড়াল করে কথা বলুন
উল্টোদিকের ব্যক্তি বা মহিলার পরিচয় সম্পর্কে নিশ্চিত না-হওয়া পর্যন্ত কোনওভাবেই ভিডিও কলে আপনার চেহারা দেখাবেন না।
উল্টোদিকের ব্যক্তি বা মহিলা ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও দেখিয়ে আপনাকে প্ররোচিত করলে কোনওভাবেই ফাঁদে পা দেবেন না।
ওই ভিডিও কল চলাকালীন মোবাইলের স্ক্রিনশট তুলে রাখুন।
কল কেটে দেওয়ার পরেও বারবার ভিডিও কল, ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ এলে সাড়া দেবেন না।
ওই নম্বরটি আপনার মোবাইলে ব্লক করে রাখুন।
এরপরেও অন্য নম্বর থেকে প্রতারকরা আপনাকে ভিডিও কল, ফোন বা মেসেজ করতে পারে। তাতে কোনওভাবে সাড়া দেবেন না।
কোনওভাবে অসতর্ক মুহূর্তে ভিডিও কল রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর উল্টোদিক থেকে সেই কথোপকথনের স্ক্রিনশট তুলে আপনাকে ব্ল্যাকমেল করা হতে পারে। বলা হতে পারে, মোটা অঙ্কের টাকা না-দিলে সেই স্ক্রিনশট আপনার পরিচিতদের কাছে চলে যেতে পারে। ভয় পাবেন না।
মনে রাখবেন–সাইবার প্রতারকরা অজ্ঞানতা, ভয় অথবা লোভ–মানুষের এই প্রবৃত্তিকে কাজে লাগিয়েই অপারেশন চালায়। মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনার কাছে টাকা চেয়ে বা অন্য হুমকি দিয়ে ফোন বা মেসেজ এলে ঘাবড়াবেন না। সেগুলির স্ক্রিনশট রেখে থানায় লিখিত অভিযোগ করুন। এসব ক্ষেত্রে যত বেশি তথ্যপ্রমাণ রাখবেন, আপনার পক্ষে ভালো।
প্রতারকরা টাকা চাইলে কোনওভাবেই দেবেন না।
লোকলজ্জার ভয় না-পেয়ে আপনার পরিচিতদেরও গোটা বিষয়টি জানিয়ে রাখুন। যাতে আপনার কথোপকথনের স্ক্রিনশট পাঠিয়ে তাঁদের কাছে টাকা চাইলেও তাঁরা সতর্ক থাকেন।
অনেক সময়ে সরাসরি ভিডিও কল না-করে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে, লোভনীয় কিছুর টোপ দিয়ে আপনাকে প্রলুব্ধ করা হতে পারে। অপরিচিত সন্দেহজনক এরকম কোনও নম্বর থেকে কোনও লিঙ্ক এলে তাতে ক্লিক করবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।