বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্যামসাং তাদের ‘এ’ সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Samsung Galaxy A25 5G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি এই ফোনের সাপোর্ট পেজ লাইভ হয়েছিল। এছাড়া ফোনটি সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। ব্র্যান্ডের অফিসিয়াল ঘোষণার আগেই এবার মাই স্মার্ট প্রাইস এই ফোনের রেন্ডার এবং সমস্ত স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে। এই পোস্টে Samsung Galaxy A25 5G এর এই নতুন তথ্য সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: চীনে লঞ্চ হল Redmi Note 13R Pro, রয়েছে 108MP Camera এবং 12GB RAM
Samsung Galaxy A25 5G এর ডিজাইন রেন্ডার (লিক)
ইমেজ স্লাইডে দেখা যাচ্ছে Samsung Galaxy A25 5G ফোনে পাতলা বেজল থাকবে এবং নিচের দিকে চওড়া চীন দেওয়া হবে।
ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। ব্যাক প্যানেলেই নিচের দিকে ব্র্যান্ডিং দেওয়া হবে।
ফোনের ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ দেখা যাবে। ফ্রেমের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে। সিম ট্রে ফোনের বাঁদিকে অবস্থিত।
এছাড়া এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ব্লু, ব্ল্যাক, ইয়েলো, লাইট ব্লু চারটি কালারে পেশ করা হতে পারে।
Samsung Galaxy A25 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: নতুন লিক অনুযায়ী Samsung Galaxy A25 5G ফোনে 6.5-ইঞ্চির FHD+ সুপার AMOLED ইনফিনিটি U ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
প্রসেসর: এই ফোনে শক্তিশালী Exynos 1280 চিপসেট যোগ করা হতে পারে।
স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। ফোনটিতে 6GB ও 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা: এই ফোনে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
ব্যাটারি: এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
অন্যান্য: এই ফোনটিতে চার বছর ওএস এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনে স্যামসাঙ নক্স সিকিউরিটি এবং স্যামসাঙ পে থাকতে পারে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির ওজন 197 গ্রাম এবং ডায়মেনশন 161.0 x 76.5 x 8.3 এমএম হবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।