বিনোদন ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপ শিরোপা উঠেছে অস্ট্রেলিয়ার ঘরে। ফাইনালে হেরে গেছে ভারত। গত ১৯ নভেম্বরের সেই ম্যাচটি নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। তবে সেইসব ছাপিয়ে সামনে এসেছে ভিন্ন এক বিতর্ক। অজিদের জয়ে বাংলাদেশি ভক্তদের অনেকে আনন্দ মিছিল করেছেন, এই ঘটনা আবার ভারতীয় অনেকে ভালো চোখে দেখেননি। সম্প্রতি এ নিয়ে মন্তব্য করতে গিয়ে তোপের মুখে পড়েছেন ঢাকাই অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।
ঢাকা-কলকাতা, দুই শহরেই অসংখ্য ভক্ত সংখ্যা ছোটপর্দার ‘মিঠাইরাণী’খ্যাত এই অভিনেত্রীর। তাই এই বিষয়ে প্রশ্ন শুনে খানিকটা সাবধানীও তিনি।
শুক্রবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’। এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সৌমিতৃষা। সেখানেই এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। যা শুনে অভিনেত্রী বললেন, ‘এটা নিয়ে কথা বলার সঠিক জায়গা এটা নয়। এটা শুভ একটা জায়গা। মনোমালিন্য যা কিছু হয়েছে… ভারত-বাংলাদেশ দুটো একই মায়ের আলাদা নাম বলে আমার মনে হয়। পার্টিশানটা (দেশভাগ) এমনি হয়েছে বলে আমার মনে হয়, সবাই আমরা এক। ছোট ছোট বাসন একসঙ্গে থাকলে খুটোখুটি লাগে, তারপর সবাই আমরা এক। সেটা নিয়ে বেশি কিছু বলছি না। এটা সুন্দর একটা মুহূর্ত।’
এদিকে, মুখ খুলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ‘ইন্ডিয়া তো মোটে চারবার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে ফাইনালে উঠে দুবারই হেরে গেছে! মনে রাখবেন বাংলাদেশ কিন্তু কখনো ওয়ার্ল্ডকাপ ফাইনালে হারেনি! তাই তো ফাইনালে হার নিয়ে ঠাট্টা-মশকরাটা বেশ মানিয়ে যাচ্ছে! অনেকে কেন যে রেগে যাচ্ছে বুঝছি না।’
প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের হারে এমনিতেই মর্মাহত ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। আর এই ক্ষতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস যেন ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবে দেখছেন ভারতীয়দের অনেকে। সম্প্রতি বিষয়টি নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন চঞ্চল চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।