চেহারা সার্জারি করানো নিয়ে যা বললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : হলিউড, বলিউড, টালিগঞ্জ, এমনকি বাংলাদেশের শোবিজের অনেকেই চেহারায় পরিবর্তন আনতে সার্জারি করিয়েছেন। অনেক ভক্তই মনে করেন, অপু বিশ্বাসও সার্জারি করিয়েছেন। কেউ কেউ তাঁর ফেসবুক পেইজে এ নিয়ে মন্তব্যও করেন। গতকাল ফেসবুক লাইভে এসে ‘কোটি টাকার কাবিন’-এর অভিনেত্রী জানালেন, কখনোই সার্জনের দ্বারস্থ হননি তিনি।

অপু বিশ্বাস

অপু বলেন, “সৃষ্টিকর্তা আমার যে চেহারা দিয়েছেন আমি তা নিয়েই খুশি। এই চেহারা নিয়েই তো আপনাদের ভালোবাসা পেয়েছি, ‘ঢালিউড কুইন’-এর স্বীকৃতি দিয়েছেন। তাহলে হঠাৎ কেন চেহারা পরিবর্তন করতে যাব! আমি মাঝেমধ্যে ফেসিয়াল করি।

অভিনেত্রী বলেন, যাঁরা ক্যামেরার সামনে কাজ করেন তাঁরা জানেন প্রতিদিন কী পরিমাণ লাইটের সামনে দাঁড়াতে হয় আমাদের। তাই ত্বকের বাড়তি যত্ন নিতে হবে, এটাই স্বাভাবিক। তাই বলে সার্জারি করানোর প্রশ্নই ওঠে না। আগেও যে অপুকে আপনারা পর্দায় দেখেছেন, এখনো সেই অপুকেই দেখতে পাবেন।’

মেয়ে নাইসার জন্য নাম খারাপ হচ্ছে কাজলের