বিনোদন ডেস্ক : ভালোবেসে ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। প্রথম সন্তান আরশ হোসাইনের জন্মের কয়েক বছর পরই তাদের সংসারে নেমে আসে অশান্তি। একটা সময় দু’জনেই বেছে নেন দুই পথ।
এরপর থেকে ছেলের জন্য একাই আছেন সিদ্দিক। যার প্রমাণ মেলে এই অভিনেতার ফেসবুকে। তবে এর মধ্যেই কথা রটে, সিদ্দিক নাকি আবার বিয়ে করেছেন! আবার কেউ কেউ বলছেন, বিয়ে না করলেও নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। আসলেই কি তাই?
উত্তরে সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, ‘যারা এসব বলে তারা আমার সম্পর্কে না জেনেই বলে। আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালো আছি। আপাতত বিয়ে নিয়ে কিছুই ভাবছি না। ছেলের ভবিষ্যৎ নিয়েই আমার সকল চিন্তা ভাবনা। ওকে মানুষের মত মানুষ হওয়ার শিক্ষা দেওয়াটাই আমার বড় দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে আমার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকে মনে করেন আমি বিয়ে করেছি বা আমি নতুন লাইফ শুরু করেছি- তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমার নতুন জীবন মানে আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আরশ হোসাইনকে নিয়ে থাকতে চাই।’
গায়ের রঙ ফর্সা না হওয়ায় বলিউডে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন প্রিয়াংকা
একক মা (সিঙ্গেল মাদার) শব্দের ব্যবহার থাকলেও, একক বাবা (সিঙ্গেল ফাদার) ব্যবহার নেই উল্লেখ করে ছোট পর্দার এই অভিনেতা বলেন, ‘আমাদের দেশে সিঙ্গেল মাদার শব্দটা ব্যবহার হয় কিন্তু সিঙ্গেল ফাদার শব্দটা ব্যবহার হয় না। আমি আসলে এই শব্দটা ব্যবহার করতে চাচ্ছি আরশ হোসাইনের জন্য। আপনাদের মতামত কি? আমার মনে হয়, ভালোবাসার জায়গা থেকে আপনার আমার এই কথাকে সম্মতি দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।