জুমবাংলা ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী শীতালক্ষী রানী। বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে ছেলে পরেশ চন্দ্র শীলের কোলে চড়ে বরগুনার তালতলী উপজেলার ছোট অঙ্কুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ওই বৃদ্ধা।
এ বিষয়ে ছেলে পরেশ চন্দ্র শীল জানান, কোলে থাকা বৃদ্ধা তার শতবর্ষী মা শীতালক্ষী রানী। অনেকদিন আগেই হারিয়ে ফেলেছেন হাঁটা চলার শক্তি। তারপরও ভোট দেয়ার জন্য উচ্ছ্বাসিত ছিলেন মা। এ জন্য তাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন পরশ।
পরেশ চন্দ্র শীল বলেন, ‘তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া গ্রামে আমাদের বাড়ি। আমার বাবা প্রেমানন্দ শীল বেশ কয়েকবছর হলো মারা গেছেন। কয়েকবছর হলো আমার মাও শয্যাশায়ী। তবে উপজেলা পরিষদ নির্বাচনে মায়ের ভোট দেয়ার প্রতি ভীষণ আগ্রহ ছিল। এজন্য আমি কোলে করে তাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। আমি সৌভাগ্যবান, এমন কজনার ভাগ্যে মাকে নিয়ে ভোটকেন্দ্রে আসার সুযোগ হয়? আমি সেই সুযোগটি পেয়েছি।’
৫০ হাজার টাকা দিয়ে শুরু করে লাখ লাখ টাকা উপার্জন করুন এই ব্যবসায়
ভোট দেয়া শেষে শীতালক্ষী রানী বলেন, ‘হলেও হতে পারে এটাই আমার জীবনের শেষ ভোট। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিতে আমি ভুল করিনি। ভোট দিতে কোনো অসুবিধা হয়নি বলেও জানান ওই বৃদ্ধা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।