বিনোদন ডেস্ক : খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরিচালক রাজীব কুমার বিশ্বাস তার প্রথম স্বামী। এরপর কোলে আসে অভিমন্যু চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর একমাত্র সন্তান। তবে স্বামী রাজীবের সঙ্গে সম্পর্ক টেকেনি তার। ডিভোর্স হয়ে গেলে মায়ের কাছেই বড় হয়েছেন অভিমন্যু। কাজ, সংসার, সন্তান একাই সামলেছেন শ্রাবন্তী।
সে-ই ছেলে এখন বড় হয়েছে। বেশ কয়েক বছর ধরে সম্পর্কেও রয়েছে। অতীতে বহু সাক্ষাৎকারেই শ্রাবন্তী জানিয়েছেন, অভিমন্যু তার বন্ধুর মতো। জীবনের যাবতীয় খুঁটিনাটি, গোপন কথা মায়ের সঙ্গেই শেয়ার করেন তিনি। এমনকি ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশে ট্যুরেও যেতেও দেখা গেছে শ্রাবন্তীকে।
শোনা যাচ্ছে, এখন প্রেমিকার সঙ্গে লিভ-ইনে রয়েছে অভিমন্যু। এমন সম্পর্কে মায়ের আপত্তি রয়েছে কি? শ্রাবন্তীর উত্তর, ‘ছেলে লিভ-ইন করুক যা-ই করুক আমার আপত্তি থাকবে কেন? জীবন একটাই। তাই যে যেটাতে ভালো থাকে, সেটাই করা উচিত।’
ছেলে কী হবে এ নিয়ে প্রশ্ন করতেই শ্রাবন্তী বলেন, ও যা চায়, যেটা হতে চায়, সম্মতি আছে মায়ের। মা হিসেবে সব সময় পাশে আছেন তিনি। অন্যদিকে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। যদিও এসব নিয়ে কথা বলতে নারাজ তিনি।
মেয়েদের অন্তর্বাসের মধ্যে লুকানো থাকত ডিভাইস, মাত্র ১০ মিনিটেই পরীক্ষা শেষ
কিছুদিন আগে শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শেষ করেছেন ‘দেবী চৌধুরানী’র শুটিং। হাতে রয়েছে আরও একগুচ্ছ কাজ। সব মিলিয়ে এই মুহূর্তে দারুণ ব্যস্ত শ্রাবন্তী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।