ছেলেকে নিয়ে পরীমণির ভিডিও ভাইরাল

ছেলেকে নিয়ে পরীমণি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণি মা হয়েছেন প্রায় দুই মাস হতে চলল। আপাতত মাতৃত্বের দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ছেলেকে নিয়েই এখন তার সব ব্যস্ততা।

ছেলেকে নিয়ে পরীমণি

অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে (৫ অক্টোবর) চুল দিবসে পরী ও রাজ ছেলে রাজ্যকে নিয়ে একটি ভিডিও আপলোড করেছেন ভেরিফায়েড ফেসবুক পেজে। ওই ভিডিও ক্যাপশনে লিখেছেন, চুল দিবসে রাজ্যের প্রথম চুল কাটানো। বাবা রাজ ভিডিওতে বলছে, বাজানকে (রাজ্য) চুল কাটানোর পর ব্রাজিলের ফুটবলারের মতো লাগছে। আমি কিন্তু আর্জেন্টিনা।

ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। মন্তব্যের ঘরে হাজারও ভক্ত প্রশংসা করেছেন রাজ-পরীর এই কাণ্ডে।

প্রসঙ্গত, ‘নুমি’ নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। এরপর থেকেই বিচিত্র এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।