বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। প্রায় ৩২ বছরের অভিনয় জীবনে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি। ব্যক্তিজীবনেও দুই সন্তান নিয়ে তার সুখী পরিবার।
মিশা সওদাগরের বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ আমেরিকায় পড়াশোনা করছে। ছোট ছেলে ওয়াইজ করণী এবার রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও লেভেল’ পরীক্ষা দেবে। সোশ্যাল মিডিয়ায় ছোট ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ছেলে ওয়াইজ করণীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিশা। সেখানে দেখা যাচ্ছে, ছেলেকে নিয়ে রিকশায় যাত্রা করছেন তিনি। দুজনের চেহারায় প্রশান্তির ছাপ স্পষ্ট।
ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, আমার বাচ্চা ওয়াইজ করণী ‘ও লেভেল’ দেবে স্কলাস্টিকা থেকে। আমাকে ধরে বলল, বাবা সাবধানে বসো, পড়ে যাবে। আমি সাবধান হলাম, রিকশা থেকে পড়লাম না। কিন্তু আমার চোখ ভিজে গেল, খুশির পানি পড়তে থাকলো। আল্লাহ্ মহান।
তার সেই পোস্টে চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘আল্লাহ্ তার (ওয়াইজ করণী) মঙ্গল করুন।’
জায়েদের মন্তব্যের প্রতিউত্তরে মিশা লেখেন, ‘দোয়া চাই।’
অভিনেত্রী ফারিয়া শাহরিন লিখেছেন, ‘ও (ওয়াইজ করণী) তো অনেক কিউট দেখতে, মাশাআল্লাহ্।’
ফারিয়ার মন্তব্যের জবাবে মিশা লেখেন, ‘দোয়া করবা ভাইয়া।’
অন্যদিকে নির্মাতা মালেক আফসারী লিখেছেন, ‘মাশাআল্লাহ্, দোয়া রইল।’ এছাড়াও নেটিজেনদের অনেকেই মিশার সেই পোস্টে মন্তব্য করেছেন, জানিয়েছেন ভালোবাসা।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মিশা সওদাগর। চার বছর পর (১৯৯০) ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। ‘অমরসঙ্গী’ ছবিতেও ছিলেন নায়কের ভূমিকায়। তবে সাফল্য মেলেনি।
এরপর তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেন মিশা। একে একে সাতটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘যাচ্ছে ভালোবাসা’-তে প্রথম খল অভিনেতা হিসেবে বড় পর্দায় দেখা মেলে তার। আর কখনও পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। খল অভিনেতা হিসেবে প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে মিশা সওদাগরের প্রাপ্তির শেষ নেই। বর্তমান সময়ে ব্যস্ত অভিনেতাদের তালিকায় তিনি বেশ খানিকটা এগিয়ে। নিজের ঝুড়িতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ টানা দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।