ছেলের জন্য চশমা ও টাকা এনে দেখেন ফাঁসি দেওয়া হয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা সোমবার জানায়, তারা সাবেক এমপি ফিও জেয়া থাও এবং আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ফিও জেয়া থাও মিয়ানমারের গনতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দলের সদস্য ছিলেন। তাকে গত নভেম্বরে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এবং পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কখন কিভাবে ওই এমপিসহ আরও তিনজনের মৃত্যুদণ্ড … Continue reading ছেলের জন্য চশমা ও টাকা এনে দেখেন ফাঁসি দেওয়া হয়ে গেছে