বিনোদন ডেস্ক : বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন। যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলে-মেয়েদের সঙ্গে অনেক সহজ ভাবে মেলামেশা করেন।
আর মেয়ে শ্বেতা যে বাবার চোখের মণি, বড় আদরের, তা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন তারকা। এমনিতেই বচ্চন পরিবারের অন্দরে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের সমীকরণ নিয়ে নানা মত রয়েছে।
এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ। নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অমিতাভ লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না। যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে। আমার বাবা এই কথাই বলতেন। আর অভিষেক সেই কথা পূরণ করছে।’
অভিনেতার এমন পোস্ট দেখে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। সকলেই প্রায় অবাক হঠাৎ এমন হেঁয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ? কমেন্ট বক্সে কেউ লিখেছেন ‘আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন?’
Infinix Note 30 Pro Price in Bangladesh & India – Full Specifications
অন্য একজন লিখেছেন, ‘আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি ‘বচ্চন’ ট্যাগ না থাকত, তা হলে সে তার চেয়ে অনেক বেশি সফল হত।’ যদিও অনুরাগীদের কৌতূহল নিরসন করেননি অমিতাভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।