বিনোদন ডেস্ক : কাজল আগারওয়াল দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। শুধু দক্ষিণেই নয়, বলিউডেও তাঁর দাপট ছিল অন্য নায়িকাদের চেয়ে বেশি। তবে বর্তমানে তিনি তাঁর জীবনের নতুন অধ্যায় অর্থাৎ মাতৃত্ব নিয়েই ব্যস্ত। কাজল এবং তার স্বামী গৌতম কিচলু ২০২২ সালের ১৯ মে প্রথম সন্তানের বাবা-মা হন।
তাদের পুত্রের নাম নাম নীল কিচলু। তারপর থেকে তারা পিতামাতার দায়িত্ব পালনে ব্যস্ত আছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজল অত্যন্ত সক্রিয়। মাঝে মাঝেই নিজের ছেলের ছবি শেয়ার করেন এবং সবাইকে অবাক করে তোলেন।
সম্প্রতি কাজল আগরওয়াল ইনস্টাগ্রামে তাঁর ছোট বাচ্চা ছেলের সাথে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। ছবিতে ক্যামেরার জন্য হাসি দিয়ে পোজ দেওয়ার সময় তাঁর ছেলেকে একটি শিশু ক্যারিয়ারে বহণ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। মেকআপ ছাড়াই তাকে বেশ সুন্দর দেখাচ্ছে। কাজলকে একটি নীল শার্ট এবং সাদা ডেনিম পরিহিত অবস্থায় দেখা গেছে। তিনি পোস্টটির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘ডাবল দ্য ট্রাবল’ টুইস দ্যা ফান’ অর্থাৎ দ্বিগুণ কষ্ট, দ্বিগুণ মজা।
নাচতে নাচতে মঞ্চেই প্রাণ গেল শিল্পীর, না বুঝে হাততালি দিল দর্শক
গত মাসেও কাজল তাঁর ছেলে নীলের চার মাস বয়সের একটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন। অভিনয় থেকে এখন দুরে থাকলেও ভক্ত অনুরাগীদের সঙ্গে বেশ সম্পৃক্ত আছেন এই অভিনেত্রী।
সূত্র : জুম টিভি এন্টারটেইনমেন্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।