সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের সময় হয়তো এরইমধ্যে অনেকেরই টাইমলাইনে ভেসে এসেছে উপরের ছবিটি। এ ধরনের কয়েকটি ছবি অবশ্য ছড়িয়ে পড়েছে। ছবিগুলো দেখার পর স্বাভাবিকভাবেই মনে হবে, হয়তো একজন মানসিক ভারসাম্যহীন নারী তিনি! কিন্তু গভীরভাবে যদি দেখেন, তাহলে বুঝতে বাকি থাকবে না ছবির মানুষটি সম্পর্কে।
ছবিতে ভারসাম্যহীন মনে হওয়া যাকে দেখতে পাচ্ছেন, তিনি মূলত ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। অনবদ্য অভিনয়গুণে অনেক আগেই অবশ্য দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু আগে কখনো এ ধরনের চরিত্রে দেখা যায়নি তাকে। এবারই প্রথম এমন চরিত্রে। যার ছবি প্রকাশ হতেই চমকে গিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
জানা গেছে, ‘বকুল ফুল’ নামের একটি নাটকে এমন ব্যতিক্রমী চরিত্রে ধরা দিয়েছেন সামিরা খান মাহি। তারই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর আলোচনা শুরু হয়েছে। নাটকটিতে মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এটি প্রচারের বেশ প্রশংসা লাভ করেছে তার অভিনয় ও সাজসজ্জা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সামিরা খান মাহি। এতে দেখা যায়, একদমই এলোমেলো চুল, জীর্ণ পোশাক, খড়ের ওপর বিধ্বস্ত অবস্থায় হাতে একটি থালা নিয়ে বসে আছেন। আর মুখে বিভ্রান্তির ছাপ। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে, নাটকের শুটিংয়ের সময় তোলা হয়েছে এসব।
এ অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।’
ইউএস ডলার প্রিমিয়াম বন্ড: প্রবাসীদের জন্য একটি লাভজনক বিনিয়োগ সুযোগ
প্রসঙ্গত, ২০০৭ সালে একটি রিয়েলিটি শো’র মাধ্যমে শোবিজে ডেবিউ হয় সামিরা খান মাহির। তারপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।