চিংড়িতে জেলি পুশ করায় ৪ ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড

চিংড়ি

জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশের দায়ে ৪ ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলি পুশকৃত ৭০০ কেজি চিংড়ি মাছও জনসম্মুখে পোড়ানো হয়।একই সঙ্গে জেলি পুশে নিয়োজিত ১২ নারী শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

চিংড়ি

সাজাপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন, বাশতলা বাজার এলাকার মো. সাকিল হোসেন(২৯), মো. সজিব হোসেন (২৫) ও আলমগীর ঢালী (২৩) এবং আশাশুনির সাইফুল বিশ্বাস (২৮)।

কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার নাজমুল হোসেন জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জের বাঁশতলা বাজারে অভিযান চালানো হয়। এসময় চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করা অবস্থায় চার ব্যবসায়ীকে আটক ও ৭০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করা হয়।

রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যবসায়ীদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান এবং জব্দকৃত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে ১২ জন নারী শ্রমিককে এই অপরাধকর্মে নিযুক্ত হবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক মৎস্য ঘের মালিকদের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়।