জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়শই এমন কিছু ভিডিও দেখে থাকি, যেখানে নিরীহ কোনও প্রাণীকে আক্রমণ করছে একটি বাঘ, সিংহ বা একটি চিতা। তবে এবার একটু উলটপুরাণের মতোই ঘটনা ঘটে গেল। গাছের ডালে একটি বাঁদরকে দেখে চিতাবাঘটি। আর তারপরই তাকে শিকার করতে তরতর করে গাছে উঠে পড়ে ওই চিতা।
কিন্তু তাতে লাভের লাভ কিছুই হল না। সারাক্ষণই ওই চিতাকে বোকা বানিয়ে গেল বাঁদরটি। আর এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল। কেউ আবার এই ভিডিও দেখে হাসিতে ফেটে পড়েছেন। কেউ বা অবাক হয়ে গিয়েছেন এটা ভেবে যে, একটা বাঁদরও বোকা বানাতে পারে একটা চিতাবাঘকে।
ইউটিউবে রোর ওয়াইল্ডলি নামক একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ঠিক যেন ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’-এর ঢঙে বাঁদর ও চিতার এই লুকোচুরি খেলাটি হল। ভিডিওটা শুরু হতেই দেখা গেল, সিংহটি এ ডাল থেকে সে ডালে পাড়ি দিচ্ছে। আর এদিকে সেই বাঁদরটা রয়েছে এক্কেবারে মগডালে। সেখানেই সে এ ডাল থেকে সে ডালে ঘোরাফেরা করছে স্রেফ ও চিতাকে বোকা বানাতে।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিওটি। এখনও পর্যন্ত এই ভিডিও প্রায় ৫.৭ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। বহু মানুষ এই ভিডিও দেখে মজে গিয়েছেন। আর তাঁরা এক এক করে মজাদার সব কমেন্টও করে চলেছেন।
একজন ইউজার লিখলেন, “আমাকে কেউ আক্রমণ করতে এলে সারাদিন এই একই কাজ করে যেতে পারি।” আর একজনের বক্তব্য, “ওই বাঁদরটি প্রতিভাবান। ওরকম একটা চিতা যখন আক্রমণ করতে আসছে, তখন এক ফোঁটাও ভয় না পেয়ে সে বরং লড়ার চেষ্টা করে যাচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।