Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home টাকার বিনিময়ে আসামির নাম কাটার আলাপ, ছাত্রদল নেতার অডিও নিয়ে তোলপাড়
    বিভাগীয় সংবাদ রাজশাহী

    টাকার বিনিময়ে আসামির নাম কাটার আলাপ, ছাত্রদল নেতার অডিও নিয়ে তোলপাড়

    Saiful IslamNovember 15, 20244 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : টাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন আলাপের কয়েকটি অডিও ক্লিপ নিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলে তোলপাড় চলছে। খোদ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ অডিও রেকর্ডগুলো ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরে অবশ্য আইডি থেকে এগুলো ডিলিট করে দেন তিনি।

    যোগাযোগ করা হলে সৌরভ জানিয়েছেন, আসামির সঙ্গে কথোপকথন ছাত্রদলেরই এক নেতার। এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন।

    সৌরভ অভিযোগ তুলেছেন, মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য সাইমন রেজা টাকা নিয়ে মামলার অভিযোগপত্র থেকে আসামির নাম কাটাতে চেয়েছেন। আর সাইমন রেজার দাবি, অডিওগুলো ভুয়া, এডিট করা। এগুলো ছড়ানোর কারণে মহানগর ছাত্রদলের সম্পাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

       

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সাইমন রেজা বাদী হয়ে গত ২৭ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ১০৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. রাসেলকেও আসামি করা হয়।

    মামলায় পায়েল নামের আরেক আসামি আছেন, যিনি আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত। দাবি করা হচ্ছে, এই পায়েলের কাছেই টাকা চেয়েছেন সাইমন।

    ছাত্রদল নেতা সৌরভ সাতটি ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। ভিডিওর মাধ্যমে তিনি কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ করেন।

    ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মোবাইল ফোন থেকে সাইমন রেজার মোবাইল নম্বরে কল করা হচ্ছে। সৌরভের দাবি, সাইমনের সঙ্গেই মোবাইলে ও হোয়াটসঅ্যাপে মামলার বিষয়ে কথা বলেছেন পায়েল। তবে আত্মগোপনে থাকায় পায়েলের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

    ওই কথোপকথনে শোনা যায়, এক ব্যক্তি বলছেন- ‘কাল তো মঙ্গলবার। কাল আমি লোন লেখাব। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার দিয়ে দিব।’ অপরজন বলছেন, ‘সবার কথা হলো ৫০-এর নিচে আসবে না। আমি কথা বললাম। ওদের সবারই একটা মতামত, আমরা কিছু নামলাম, ওকেও কিছু উঠতে বলো। আর পাঁচটা হাজার টাকা দিয়ে ২৫ করতে বলো। যদি হয় তো বলো, যা করার করে দিচ্ছি। ওর কোনো সমস্যা হবে না।’

    আরেকটি অডিওতে একজন বলছেন, ‘আমি ১০ হাজার টাকার মতো রেডি করে ফেলেছি। আর ১৫ হাজার টাকা, আর তো দুই দিন টাইম নেওয়া আছে। আমি যেদিন টাকা দিব, সেদিনই কোর্ট থেকে নামটা তুলে দিবেন না ভাইয়া?’ অপরজন তখন বলেন, ‘আপনার কোনো সমস্যা হবে না। আপনি দোকানে বসবেন। আপনার কোনো সমস্যা হলে আমি আছি।’

    আরেক অডিওতে একজন বলছেন, ‘আপনাকে একটা নম্বর দিচ্ছি, ওখানে আপনি ১০ মেরে দিয়েন। আপনি দোকান করবেন। যদি কোনো সমস্যা হয়, আমার নম্বর তো থাকলই। সমস্যা হলে আমাকে কল দিবেন। আপনার নাম অটোমেটিক কাটা হয়ে যাবে। আপনি দেখবেন। কাটা হয়ে গেলে আপনাকে ছবি তুলে দিয়ে দিব।’

    অপরপ্রান্তের ব্যক্তি বলছেন, ‘তাহলে আমি পরশুদিন ফুল পেমেন্ট দিয়ে দিব।’ তখন অপরজন বলছেন, ‘আজ ১০ হলে ভালো হয়, আমার একটু লাগত।’

    আরেকটি অডিওতে জেলে না যাওয়ার আশ্বাস দিয়ে বলা হচ্ছে, ‘আপনার যদি দুদিনের লাইগাও ভিতরে থাকতে হয়, আপনার স্যান্ডেল খুইলে আমার গালে মাইরেন, যান।’ অপর অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘তুমি একা না। আরও দুই-তিনজনকে বের করা লাগবে। তোমাকে যেটুকু হেল্প করছি, সেটা আমি ব্যক্তিগতভাবেই রিস্কের মধ্যেই করছি।’

    যোগাযোগ করা হলে সাইমন রেজা স্বীকার করেছেন আসামি পায়েলের সঙ্গে তার কথা হয়েছে। আলাপের সময় পায়েল তাকে বলেছেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌরভ তার ঘনিষ্ঠ। তার কোনো সমস্যা হবে না বলে সৌরভ তাকে আশ্বাস দিয়েছেন।

    সাইমন দাবি করেন, আওয়ামী লীগ কর্মী পায়েলকে আসামি করার কারণেই ভুয়া অডিওয়ের ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়া হয়েছিল। এগুলো ভুয়া বলেই সৌরভ পরে ডিলিট করেছেন কিন্তু এতে তার সম্মানহানি হয়েছে। তাই তিনি আইনি পদক্ষেপ নেবেন।

    জানতে চাইলে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ বলেন, ‘পায়েল পুলিশের সোর্স ছিল। তার বিরুদ্ধে মামলা করা যেতেই পারে; কিন্তু আমরা টাকা আদায় করতে পারি না। দলের মধ্যে সাইমন কয়েকজনকে নিয়ে একটা সিন্ডিকেট করে এভাবে টাকা আদায় করছেন। এতদিন প্রমাণ ছিল না বলে চুপ ছিলাম। প্রমাণ পাওয়ায় এগুলো প্রকাশ করেছি। সবই কেন্দ্র জানে। আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

    ফেসবুক থেকে পোস্ট ডিলিট করার ব্যাপারে তিনি বলেন, ‘সবাই বলছিল দলের মধ্যে এগুলো শোভনীয় না। দলেরই বদনাম হয়। তাই ডিলিট করেছিলাম।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘কাটার অডিও আলাপ, আসামির ছাত্রদল টাকার তোলপাড়, নাম নিয়ে, নেতার বিনিময়ে বিভাগীয় রাজশাহী সংবাদ
    Related Posts
    Pinake

    পিনাকির বাড়ির সামনে অগ্নিসংযোগের অভিযোগ

    November 5, 2025
    rony-1

    মনোনয়ন পেয়ে শওকতের বাড়িতে রনি, ঐক্যের বার্তা বিএনপিতে

    November 5, 2025

    গাজীপুর-২: হারানো ঘাঁটি পুনরুদ্ধারে বিএনপি, তৎপর জামায়াতও

    November 5, 2025
    সর্বশেষ খবর
    Pinake

    পিনাকির বাড়ির সামনে অগ্নিসংযোগের অভিযোগ

    rony-1

    মনোনয়ন পেয়ে শওকতের বাড়িতে রনি, ঐক্যের বার্তা বিএনপিতে

    গাজীপুর-২: হারানো ঘাঁটি পুনরুদ্ধারে বিএনপি, তৎপর জামায়াতও

    parliament

    গাজীপুরের চার আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে অপেক্ষা

    voter-haoa-20251103155214

    গাজীপুর-১: নির্বাচনী মাঠে তৎপর বিএনপি, সক্রিয় জামায়াতও

    Untitled-2

    গাজীপুরের তিনটি দৈনিকের প্রকাশনা সনদ বাতিল

    4-20251105115359

    রাষ্ট্রায়ত্ত এটলাসের পরিবেশবান্ধব মোটরসাইকেলের যাত্রা শুরু

    BSF

    লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুঁড়লেন বিএসএফ

    Gazipur

    নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

    Horse

    গাজীপুরে গোডাউনে পাঁচ মণ ঘোড়ার মাংস জব্দ, উদ্ধার ৩৭ রুগ্ন ঘোড়া

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.