জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিষিদ্ধ ওই সংগঠনের ১৭২ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
গত বুধবার রাতে মামলাটি দায়ের করেন জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস রহমান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক নুর আলম সিদ্দিকী।
পরিদর্শক নুর আলম সিদ্দিকী বলেন, ‘ছাত্রদলের মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক শিক্ষার্থী মামলা করতে চাইলে তখন তাঁদের মামলা নেয়নি পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক নুর আলম বলেন, ‘এর আগে মামলা গ্রহণ করা হয়নি, তবে এখন থেকে সকলের মামলা গ্রহণ করা হবে।’
এই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, সহসভাপতি এনামুল হক এনাম ও জোবায়ের রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব, বিপ্লব হোসেন ও আর রাফি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের আইনি সহায়তা সেলের প্রধান মোহাম্মদ ফয়সাল হোসেন জানান, ২০২৪ সালের ১৪ ও ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক ও শিক্ষকদের ওপর হামলা চালান। এই হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। এ কারণে ছাত্রলীগের দুষ্কৃতকারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, অনেকে দেশ থেকে পালিয়েও গেছে। বিদেশে বসে নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এই গোষ্ঠী।
মোহাম্মদ ফয়সাল হোসেন আরও বলেন, ‘যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালাল, তারা এখনো ঘুরেফিরে বেড়াচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা এখনো নিরাপদ বোধ করছে না। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিশ্চিতের লক্ষ্যে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মামলা দায়ের করেছে। এই দুষ্কৃতকারী এবং হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব সাধারণ শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের সব আইনগত সহায়তা প্রদান করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আইনি সহায়তা সেল। সেই সঙ্গে গত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছাত্রলীগের সব অন্যায়ের তালিকা করে এবং তাদের মদদদাতাদের তালিকা প্রকাশ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তাদের বিরুদ্ধেও খুবই দ্রুত আইনগত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আইনি সহায়তা সেল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।