আরএম সেলিম শাহী : শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকালে এ উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার মো,আরেফিন সোহাগ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো,লুতফুর রহমান,যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান হিরা, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার আলী বেলাল, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মোস্তফা প্রমুখ।
এর আগে বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো বিএনপি কার্যালয়ে এসে সমবেত হয়। এ অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।