সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নওগাঁ জেলার মহাদেবপুর থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি এসএম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নওগাঁ জেলার মহাদেবপুর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেফতারের পর সন্ধ্যার দিকে থানায় আনা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।