জুমবাংলা ডেস্ক : ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আগামী সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির পতাকা ওড়ানোর ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।
ছাত্রলীগ সভাপতি জানান, পতাকা ওড়ানোর পাশাপাশি ওই দিন সংহতি সমাবেশ ও পদযাত্রাও করা হবে। কর্মসূচিতে বাংলাদেশে পড়তে আসা ফিলিস্থিনি শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
এসময় ফিলিস্তিনি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও কোটাসহ আবাসিক সুবিধা বাড়ানোর দাবি জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। তিনি বলেন, ‘ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য যেন স্কলারশিপ চালু করা হয়। আমাদের সরকার ফিলিস্তিন ইস্যুতে যে ভূমিকা রেখেছে সংবেদনশীল দৃষ্টিতে দেখে, তাদের শিক্ষা জীবন যেন নির্বিঘ্ন রাখা হয়, সে ব্যাপারেও যেন জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়, সে আহ্বান আমরা রাখছি।’
সাদ্দাম বলেন, ‘যুদ্ধে বিনিয়োগ না করে শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানাই। অস্ত্র তৈরি না করে নতুন নতুন স্কুল নির্মানের আহ্বান জানাই।’
এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনে আটক শিক্ষার্থী-শিক্ষকদের মুক্তির দাবিও জানায় ছাত্রলীগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।