সুয়েব রানা, সিলেট : ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহরের কাজির পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদি হাসান তুহিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম এর সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক আব্দুস সাত্তার মু মামুন, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল মোমিন, স্কুল কার্যক্রম সম্পাদক রাখাব আহমদ শিশির, আইন বিষয়ক সম্পাদক ইয়াকুব আলি, জেলা শিবির নেতা ক্বারী সুলতান আহমদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
র্যালী শেষে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের জেলা সভাপতি মেহেদি হাসান তুহিন বলেন, প্রিয় ছাত্রসমাজ ও দেশবাসী আপনারা লক্ষ্য করেছেন ছাত্রশিবিরের প্রতিষ্ঠা হয়েছে একটি পবিত্র অঙ্গন থেকে।
এই দেশ ও দেশের মানুষ এবং ছাত্রসমাজ যখন নৈতিকতা বিবর্জিত হচ্ছিল, সেই সময় একটি ছাত্রসমাজকে কিভাবে নীতি নৈতিকতার আলোকে গড়া যায়, শিক্ষাঙ্গনকে কীভাবে সন্ত্রাসমুক্ত করা যায়, একটি সমৃদ্ধ দেশ গড়া যায়-সে উদ্দেশ্যকে সামনে রেখে গড়ে উঠে ইসলামী ছাত্রশিবির।
আলহামদুলিল্লাহ্ হাঁটি হাঁটি পা পা করে আপনাদের দোয়া ও ভালোবাসার আজ আমরা ৪৮তম বছরে এসে পদার্পণ করেছি।
আমরা দেখেছি ইসলামী ছাত্রশিবির যখন একজন মেধাবী ছাত্রকে নিয়ে স্বপ্ন দেখে দেশ গড়ার, তখনই আমাদেরকে দমিয়ে রাখার জন্য ফ্যাস্টিস্ট আওয়ামী সরকার জেল- জুলুম হত্যা ও গুমের পথ বেছে নিয়েছিল। কিন্তু তাদের নিল নকশা বাস্তবায়ন আমরা রুখে দিয়েছি।
জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে যাদেরকে আহত নিহত ও পঙ্গুত্ত বরন করতে হয়েছে সেই সকল জালেমদের দ্রুত বিচার করতে হবে।
জেলা সভাপতি আরো বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে নিয়ে ইসলামি ছাত্র শিবির কাজ করে যাবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।