বিনোদন ডেস্ক : এই মুহূর্তে ৯৫তম অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতের ছবি ‘চেলো শো’ বা ‘দ্যা লাস্ট ফিল্ম শো’। আগামী ১৪ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তবে তার আগেই এলো চরম দুঃসংবাদ। মুক্তির মাত্র কয়েকদিন আগেই ক্যানসারে মৃত্যু হলো ছবিটিতে অভিনয় করা ১০ বছর বয়সী রাহুল কোলির। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা গেছে, লিউকেমিয়া বা রক্তকণিকার ক্যানসারে আক্রান্ত হয়েছিল রাহুল। সম্প্রতি প্রবল জ্বর হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরপর তিনবার রক্তবমি করে রাহুল। এরপরই মারা যায় এই শিশু শিল্পী। কিছুদিন আগেই তার ক্যানসার ধরা পড়ে। রোগ জানার প্রায় সাথে সাথেই মৃত্যু হলো রাহুলের।
চেলো শো এ অভিনয় করা ছয় জন শিশুর মধ্যে অন্যতম রাহুল। ছবির মূল চরিত্র সময়ের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় এ ছবিতে দেখা যাবে তাকে। রাহুলের বাবা পেশায় একজন অটোরিকশা চালক। ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। গণমাধ্যমে তিনি বলেন, ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাহুল। কিন্তু হঠাৎই সব এলোমেলো হয়ে গেলো। ছেলের স্মৃতি আছে এই ছবিতেই। তার শেষকৃত্য সেরে পরিবারের সবাই মিলে ওর সিনেমা দেখতে যাবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।