জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহদ্দারহাটের বাড়ইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন রাত ১১টার দিকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
পুলিশ জানায়, বাকলিয়ায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় উচ্চ আদালত থেকে গত ১০ এপ্রিল আগাম জামিন নিয়েছিলেন তামান্না শারমিন। জামিনের মেয়াদ শেষ হলেও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি। আদালতের নির্দেশ অমান্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে গ্রেফতারের সময় তামান্না দাবি করেন, তিনি আত্মসমর্পণ করেছেন। কিন্তু এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এর আগে গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। এরপর ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোডে প্রাইভেটকারে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হন।
এ ঘটনায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম ১ এপ্রিল বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়।
বর্তমানে কারাগারে থাকা ছোট সাজ্জাদ চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর এলাকার মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অন্তত ১৫টি মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।