আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চাহিদা বাড়ছে বাংলাদেমের সোনালি মুরগির। সেই চাহিদা মেটাতে মালদহের মহদিপুর সীমান্ত দিয়ে এবার অবৈধপধে বাংলাদেশ থেকে ভারতে এই মুরগি ঢুকছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। সংবাদমাধ্যমটি জানায়, শুধু মালদহ নয়, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ইংলিশবাজার শহরেও।
দেশটির প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘ইংলিশবাজার ব্লকের বেশ কয়েকটি পোলট্রি ফার্মে বাংলাদেশের কম দামি সোনালি মুরগির গোপনে চাষ হচ্ছে। তাদের কাছে সরকারি কোনও অনুমতি নেই।
তার অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দেশি মুরগির দামে কম দামি সোনালি মুরগি খোলা বাজারে বিক্রি করছেন। বাংলাদেশ থেকে অবৈধপথে ভারতে নিয়ে িএই মৌসুমে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে।
এক মুরগি ব্যবসায়ী জানান, বাংলাদেশের এই সোনালি মুরগির বাচ্চার দাম প্রতি জোড়া ২৫ থেকে ৩০ টাকা। দেশি মুরগির বাচ্চার দাম এক জোড়া ৬০ থেকে ৭০ টাকা। ব্যবসা লাভজনক হওয়ায় ভারতীয় মুরগি ব্যবসায়ীদের একাংশ তাদের পোলট্রি খামারে বাংলাদেশের সোনালি মুরগি চাষ করছেন। মালদহ শহর তো বটেই, ইংলিশবাজার, কালিয়াচক, বৈষ্ণবনগর, হবিবপুর, বামনগোলা এবং ওল্ড মালদহ ব্লকের সীমান্তবর্তী এলাকায় কিছু ফার্মে এই মুরগি পালন করা হচ্ছে।
নুর হোসেন নামে একজন ব্যবসায়ী বলেন, ‘আপনার থেকে দাম নেওয়া হবে দেশি মুরগির, কিন্তু আপনাকে দেওয়া হবে সোনালি প্রজাতির মুরগি। এই মুরগি দেখতে একেবারেই দেশি মুরগির মতো। সহজে পার্থক্য বোঝা অসম্ভব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।