বিনোদন ডেস্ক : বিশিষ্ট সার্জেন শরদ পান্ডের ছেলে এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই হলেন চিক্কি পান্ডে। ৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকের শুরুর দিকে যখন চাঙ্কি হিন্দি চলচ্চিত্র জগতের একজন অন্যতম তারকা হয়ে ওঠেন, ঠিক তখন চিক্কি হয়ে ওঠেন একজন বিশিষ্ট শিল্পপতি।
তিনি ছিলেন স্টিল কনজিউমার কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের টেলিফোন উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন।
চিক্কি হলেন অক্ষরা ফাউন্ডেশন অব আর্টস অ্যান্ড লার্নিংয়ের প্রতিষ্ঠাতা। এটি একটি অলাভজনক সংস্থা, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য কাজ করে থাকে। তবে এখানেই শেষ নয়, বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন চিক্কি পান্ডে। তিনি সোহেল খানের খুব ভালো বন্ধু। সেই সঙ্গে শাহরুখ খানেরও ভীষণ ঘনিষ্ঠ বন্ধু হলেন এই চিক্কি।
সে কারণে খান পরিবারের খুব কাছের ঘনিষ্ঠ মানুষ চিক্কি। চিক্কির স্ত্রী ডিন পান্ডে একজন লাইফ স্টাইল কোচ, যার ক্লায়েন্ট তালিকায় রয়েছেন সালমান খান, প্রীতি জিনতা, লারা দত্ত, বিপাশা বসু প্রমুখ।
১৯৯৪ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার কারণে যখন বলিউড বাদশাহ শাহরুখকে গ্রেফতার করা হয়েছিল, তখন তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন চিক্কি পান্ডে। সঙ্গে ছিলেন অন্যতম অভিনেতা নানা পটেকার। চিক্কির ছেলে আহানও শাহরুখের ছেলে আরিয়ান খানের ভীষণ ভালো বন্ধু।
২০০৮ সালে শাহরুখ খান ও সালমানের ঝগড়ার পর তাদের মধ্যে সমস্যা মিটমাট করার অন্যতম কাণ্ডারি ছিলেন এই চিক্কি পান্ডে। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনকে পাশাপাশি বসিয়ে কথা বলান তিনি। এর পর শাহরুখ ও সালমানের মধ্যে সব দূরত্ব মিটে যায়। তবে এত কিছুর পরও সামাজিক মাধ্যমে একেবারেই দেখা যায় না আহান পান্ডের বাবাকে। নিজেকে সবসময় লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখেন এ অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।