মিশা সওদাগর যুক্তরাষ্ট্র থেকে ফোন দিয়ে চিকন আলীর অসুস্থ স্ত্রীর খবর নিলেন

চিকন আলী1

বিনোদন ডেস্ক : মিশা সওদাগর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই ফোন দিলেন বাংলা চলচ্চিত্রের কমেডিয়ান চিকন আলীকে। খোঁজ নিলেন তাঁর অসুস্থ স্ত্রীর।

জানা গেছে, শামীনুর রহমান ওরফে চিকন আলীর স্ত্রী খুশি বিশ্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

তাঁর একটি অস্ত্রোপচার করতে হবে। বিষয়টি সামাজিক মাধ্যমে চিকন আলী নিজেই জানিয়েছিলেন। সামাজিক মাধ্যমে চিকন আলীর পোস্টটি নজর এড়ায়নি দেশের চলচ্চিত্রের অন্যতম খল অভিনেতা মিশা সওদাগরের।
যুক্তরাষ্ট্র থেকেই চিকন আলীকে ফোন করেন, স্ত্রী খুশি বিশ্বাসের খোঁজ খবর নেন।

চিকন আলী

কোনো সহযোগিতা প্রয়োজন হলে জানাতেও বলেন। মিশার ফোন পেয়ে আপ্লুত চিকন আলী কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।
রবিবার দিবাগত রাতে চিকন আলী বলেন, মিশা ভাই ফোন দিয়েছিলেন। আমার স্ত্রী খুশিকে হাসপাতালে ভর্তি করিয়েছে জেনে খোঁজ খবর নিলেন।

দারুন স্বাদের ইলিশ মাছের ডিম ভুনা করার সহজ উপায়

আমার মতো একজন শিল্পীকে তিনি আমেরিকা থেকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন, এতে আমি আনন্দিত। মিশা ভাই সত্যিকারের একজন শিল্পী যিনি সত্যিই শিল্পীদের কথা ভাবেন।
চিকন আলী জানান, তাঁর স্ত্রীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন খুশি বিশ্বাস সুস্থ রয়েছেন। তাকে আপাতত কল্যেকদিন হাসপাতালেই থাকতে হবে।