শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় তার মেয়ে অঞ্জলীর চরিত্রে অভিনয় করেন সানা সাঈদ।
এর পরে বাদল, হার দিল জো পেয়ার কারেগা, স্টুডেন্ট অব দ্য ইয়ার এবং ফাগলি-এর মতো ছবিতে কাজ করেছেন সানা। একটা সময়ে সিনেমা থেকে সরে টিভিতে অভিনয় শুরু করেন। তা সত্ত্বেও তিনি প্রত্যাশিত সাফল্য পাননি।
এরপর সানা সাঈদ অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। ব্যক্তিগত জীবনে সানা ২০২৩ সালের জানুয়ারিতে তার প্রেমিক কাসাবা ওয়াগনারের সঙ্গে বাগদান করেন। কাসাবা একজন হলিউড সাউন্ড ডিজাইনার, যিনি লস অ্যাঞ্জেলেসে থাকেন।
অভিনয়ে সরব না হলেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে খুবই সক্রিয়। এখানে তিনি সবসময় কাসাবা ওয়াগনারের সঙ্গে তার ছবি শেয়ার করেন। পাশাপাশি তার গ্ল্যামারাস ছবিও শেয়ার করেন। ৩৬ বছর বয়সেও নিজেকে রেখেছেন খুব ফিট।
অন্যদিকে, সানা সাঈদের সঙ্গে প্রায় একই সময়ে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন ফাতিমা সানা খান। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘ইশক’ ছবিতে কাজলের সঙ্গে ক্যামিও চরিত্রে অভিনয় করেন।
২৭ বছর পর, ফাতিমা বলিউডে নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। আমির খানের ‘ইশক’ দিয়ে বলিউডে পা রাখা ফাতিমা ২০১৬ সালে আমিরের ‘দাঙ্গাল’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান। যদিও ফাতিমা ‘চাচি ৪২০’ (১৯৯৭) এবং ‘ওয়ান টু কা ৪’ (২০০১) এর মতো ছবিতেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন।
তবে ‘দাঙ্গাল’-এর পর থেকে ফাতিমা ধারাবাহিকভাবে ছবিতে কাজ করছেন এবং এখন তার নাম বিখ্যাত অভিনেত্রীদের তালিকায় স্থান পেয়েছে। সম্প্রতি তাকে আর মাধবনের সঙ্গে ‘আপ জ্যায়সা কোই’ ছবিতে দেখা গেছে।
প্রেক্ষাগৃহের বাইরে ওটিটি প্লাটফরমেও ফাতিমা তার মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন। লুডো (২০২০), আজিব দাস্তান (২০২১) এবং মডার্ন লাভ মুম্বাই (২০২২) স্ট্রিমিং প্রকল্পগুলোতে অভিনয় করেছেন এবং জীবনীমূলক নাটক স্যাম বাহাদুর (২০২৩)তে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।