জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বছরের এক শিশু। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তানহা। সে উপজেলার গোয়ালকারী গ্রামের বাসিন্দা ও ডাঙ্গী বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবীরের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা ও মেয়ে বাজারে ঈদের কাপড় কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে একটি দ্রুতগতির যানবাহন শিশুটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।