জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছায় নানা বাড়িতে ধান সেদ্ধ করা (ভেজানো) পরিত্যক্ত পানিতে ডুবে জান্নাতুল কোবরা নামে দুই বছর ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জান্নাতুল কোবরা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের আলাউদ্দিন ও ফাতেমা দম্পতির মেয়ে।
রবিবার (২ জুন) সকাল সাতটা থেকে সাতটা ২০মিনিটের মধ্যে উপজেলার ফুলসারা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে শিশুটির নানাবাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
শিশুটির নানা সিরাজুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাড়ির উঠানের এক কোনে ধান সেদ্ধ করার জন্য পানি রাখার হাউজ আছে। সেখানে ধান সেদ্ধ শেষে পরিত্যক্ত পানি জমে ছিলো।
রবিবার সকাল সাতটার দিকে খেলা করতে করতে কোন এক সময় জান্নাতুল কোবরা ওই পানিতে পড়ে যায়। ওর মা’ বাড়ির মধ্যে জান্নাতুলকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে ধান ভেজাতে তৈরি করা হাউজের পরিত্যক্ত পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার দেয়। দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখার সময় সকাল ১০টায় লাশটি হাসপাতালে ছিলো।
যারা উন্নয়নে সহযোগিতা করবে তাদের নিয়েই চলবো: প্রধানমন্ত্রী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল্ ইমরান জরুরী বিভাগের চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।