সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের আইরমাড়া গ্রামে ধুমধাম আয়োজনে চলছিল এক কিশোরীর বাল্যবিয়ের অনুষ্ঠান। খবরে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই বাল্যবিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন।
জানা যায়, আইরমাড়া গ্ৰামের মো. কালু বেপারীর ছেলে মো. সুজন মিয়ার সাথে একই গ্ৰামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর (১৬) বিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদ পেয়ে সদর উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই বাল্যবিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন এবং বাল্যবিয়ের কুফল এবং আইন সম্পর্কে সচেতন করেন।
এলাকাবাসী জানায়, মেয়েটি একজন মেধাবী শিক্ষার্থী। সে লেখাপড়া চালিয়ে যেতে চায়। ১৮ বছর না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে তার বিয়ের সমস্ত প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়েছে। বাল্যবিয়ে নিয়ে প্রচার-প্রচারণা বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া জরুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেজবাহ উল সাবেরিন জানান, আইরমাড়া গ্রামে ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আনুষ্ঠানিকতা চলছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না এবং লেখাপড়া চালিয়ে যাবে বলে অভিভাবকরা প্রতিশ্রুতি দিয়েছেন। তাদেরকে বাল্যবিয়ের কুফল ও আইন সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।