বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সন্তানরা কত সময় ইনস্টাগ্রামে ব্যয় করছে তা পর্যবেক্ষণে অভিভাবকদের সুবিধা দেবে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এর অংশ হিসেবে শিগগিরই কোয়েস্ট ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটে প্যারেন্টাল সুপারভিশন ফিচার চালু করা হবে। খবর রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় শিশু-কিশোরদের নিরাপদ রাখার অঙ্গীকারের অংশ হিসেবে নতুন এ প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালু করবে মেটা। এর আগে কয়েকজন কিশোরী ইনস্টাগ্রামে বডি ইমেজ সমস্যার বিষয়ে প্রতিষ্ঠানটির অবগতির বিষয়ে তথ্য ফাঁস হয়।
নথি ফাঁসের পর সেগুলো নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে গত ডিসেম্বরে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরিকে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে হয়। সেখানে অনলাইনে শিশুদের নিরাপত্তার বিষয়ে তাকে ভর্ত্সনা করা হয়। শিগগিরই যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রামের সুপারভিশন টুল চালু করা হবে এবং ধীরে ধীরে বিশ্বের সব দেশে এটি ছড়িয়ে দেয়া হবে বলে মেটার এক বিবৃতি সূত্রে জানা গেছে। টুলের মাধ্যমে অভিভাবকরা সন্তানদের ফলো করা অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারবেন এবং অ্যাপ ব্যবহারে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে পারবেন।
আগামী মে মাসে মেটা একটি ড্যাশবোর্ড চালু করবে। যেখানে কোয়েস্ট হেডসেটের জন্য নির্ধারিত সুপারভিশন টুল থাকবে। পাশাপাশি এটি কিশোর-কিশোরীদের বয়স অনুপযুক্ত অ্যাপ ডাউনলোডে বাধা দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।