জুমবাংলা ডেস্ক : দেশের রাজনীতিকে কলুষিত ও নোংরা বলে অভিহিত করে অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘এখান থেকে আমাদের শিশুরা বের হতে চায়। তাদের বের করার দায়িত্ব আমাদের।’
আজ রবিবার শিশু অধিকার দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের রাজনীতি ও শিশুদের নিয়ে এ মন্তব্য করেন।
শারমিন মুরশিদ বলেন, ‘১৯৭১ সালের পরও আমরা অনেক কিছু করতে পারিনি। তার পুনরাবৃত্তি হোক সেটা চাই না। স্বাধীনতার ৫৩ বছর পরও আমাদের নারী ও শিশুরা নিরাপদ নয়।’
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্টের আগে শিশুদের যে অবমূল্যায়ন হয়েছে, আমরা সে সময় আর কখনও ফিরে যাবো না।’
শারমিন মুরশিদ আরো বলেন, ‘চব্বিশের আন্দোলনে মেয়েরা অংশ নিয়েছিল।
একাত্তরের পর আমরা নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করতে পারিনি। এবার করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।