অবৈধ বিয়ের সন্তানরা আর জারজ নয়, সম্পত্তির অধিকার পাবে

ভারতীয় সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে স্বীকৃতি পেল এতদিন জারজ বলে চিহ্নিত সন্তানরা। সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে যে অবৈধ বিয়ের সন্তানরাও এবার থেকে হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী সব সম্পত্তির অধিকারী হবে। তিন সদস্যের বেঞ্চ-এ ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর, জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র।

ভারতীয় সুপ্রিম কোর্ট

রায়ে তারা বলেছেন, বাবা এবং মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে জন্ম নেওয়া সন্তানের কোনও অপরাধ থাকেনা। সে ক্ষেত্রে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত থাকার কোনও প্রশ্ন ওঠেনা। তারা শুধুমাত্র যে পৈতৃক সম্পত্তির অধিকারী হবে তা নয়, জন্মসূত্রে পারিবারিক সম্পত্তিতেও তার অধিকার থাকবে।

বিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ভারত পুলিশের

সুপ্রিম কোর্ট তাদের এই রায়ের মাধ্যমে ২০১১ সালে সুপ্রিম কোর্টে পাস হওয়া একটি রায়কে বাতিল করল। সেই রায়ে অবৈধ সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার নির্দেশ ছিল। এদিন প্রয়াগরাজে এলাহাবাদ হাই কোর্টের একটি রায়ে লিভ ইন সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। বিয়ে নামক সামাজিক ব্যাপারটি এতদ্বারা ক্ষুন্ন হচ্ছে বলে হাইকোর্টের পর্যবেক্ষণ।