সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মো. আবদুল্লাহ (১১) এক বছর আগে জন্মদাতা পিতাকে হারিয়েছে। তিন ভাইবোনের মধ্যে সে সবার ছোট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অভাবের বোঝা মাথায় নিয়েই তার শিক্ষাজীবন শুরু। বর্তমানে সে মানিকগঞ্জ সদর উপজেলার জামি’আ আবু হুরাইরা (রা.) মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

আবদুল্লাহর খাওয়া-দাওয়া, পোশাক ও শিক্ষা উপকরণের যাবতীয় ব্যয় মাদরাসার লিল্লাহ বোর্ডিং ফান্ড থেকে বহন করা হয়। চলমান তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে শিশুটি। শীতবস্ত্র হাতে পেয়ে তার মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
শুধু আবদুল্লাহই নয়, তার মতো আরও প্রায় দুই শতাধিক এতিম ও অসহায় শিশু-কিশোরের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের জামি’আ আবু হুরাইরা (রা.) মাদরাসা ও এতিমখানা এবং খাদীজা বিনতে খুওয়াইলীদ (রা.) বালিকা মাদরাসার শিক্ষার্থীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এতে সার্বিক সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুর, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছমত আলীসহ সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক ও কর্তৃপক্ষ।
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ওয়ালিফ ইসলাম (১৩) বলেন, “এই শীতের মধ্যে কম্বল পেয়ে খুব উপকার হলো। এটি ব্যবহার করলে ঠাণ্ডা কম লাগবে। যারা আমাদের এই সহায়তা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
আরেক শিক্ষার্থী মো. জহিরুদ্দিন বলেন, “এই শীতে যারা আমাদের কম্বল দিয়েছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।”
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট বেড়ে গেছে। এতিম ও অসহায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করেই এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে জেলা প্রশাসন সব সময়ই রয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


