আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে নয়া অঙ্কের ইঙ্গিত দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করতে রাজি তার দেশ।
একসাথে সহযোগিতার উদ্দেশ্য বিশ্ব আঙিনায় থাকা নানান চ্যালেঞ্জ মোকাবিলা করা, তার জন্য দুই দেশ নিজেদের মধ্যে ফারাক মিটিয়ে ফেলছে বলেও তিনি মন্তব্য করেন তিনি।
নিউইয়র্কে ন্যাশনাল কমিটি অন ইউনাইটেড স্টেটস চায়না রিলেশনসের হেড কোয়ার্টারের নৈশভোজে এক চিঠিতে একথা জানিয়ে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
চিঠিতে লেখা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ‘সঠিক পন্থায়’ হেঁটে একযোগে এমন একটি পর্যায়ে যেতে পারে যে- পরিস্থিতি বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
শি বলছেন, দুই দেশের এই দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই নির্ভর করছে দুই দেশের পারস্পরিক ‘শ্রদ্ধা, সহাবস্থান, লাভজনক সহযোগিতা’র ওপর।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র ওয়াশিংটন সফরের আগে আমেরিকাকে নিয়ে চীনের রাষ্ট্রপ্রধানের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। আগামী শনিবারই চীনের কূটনীতিকরা মার্কিন সফরে যাচ্ছেন।
উল্লেখ্য, নভেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাইভোল্টেজ বৈঠক রয়েছে স্যান ফ্রান্সিসকোতে। তার আগে চীনের কূটনীতিকদের মার্কিন সফরও বেশ তাৎপর্যপূর্ণ। অ্যাপেক বা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন সামিটে দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হতে চলেছেন। তার আগে চীনের রাষ্ট্রপ্রধানের বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ। সূত্র : হিন্দস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।