বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীন বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা সংবলিত অনন্য ধরনের এক ড্রোনবাহী তরি চালু করেছে। এতে সামুদ্রিক গবেষণা ও পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি স্বয়ংক্রিয় ড্রোন, জাহাজ ও ডুবোযান রয়েছে।
খবরে বলা হয়েছে, ড্রোনবাহী তরিটি নিজে থেকে কাজ করতে সক্ষম। এটি ৮৮ মিটার দীর্ঘ, ১৪ মিটার চওড়া এবং ছয় মিটার গভীর।
জাহাজটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে বা উন্মুক্ত সাগরে স্বয়ংক্রিয়ভাবেও চলতে পারে। তরিটি লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করা ও সামুদ্রিক নিরাপত্তায় অবদান রাখতে একটি নেটওয়ার্ক তৈরি করতেও সক্ষম।
চীনের রাষ্ট্র পরিচালিত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি পত্রিকার মতে স্বয়ংক্রিয় জাহাজটি সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা এবং পর্যবেক্ষণ পরিচালনার কাজে দেশের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হবে।
জাহাজটির নাম দেওয়া হয়েছে ‘ঝু হাই ইউন’। এটির গতি ১৮ নট। এটি বেশ কিছুসংখ্যক ড্রোন এবং মানুষহীন জলযান বহন করতে পারবে।
ড্রোনবাহী তরিটির স্বয়ংক্রিয় ড্রোন, জাহাজ এবং ডুবোযানের ঝাঁককে একটি নির্দিষ্ট সমুদ্র এলাকায় মোতায়েন করে ‘ত্রিমাত্রিক গতিশীল পর্যবেক্ষণ’ পরিচালনা করা যাবে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।