আন্তর্জাতিক ডেস্ক : চীন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ দেয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে চীনা কোম্পানিগুলো রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। আর এখন জানা যাচ্ছে, বেইজিং প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে।
রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলেও সতর্ক করেছেন অ্যান্টনি ব্লিনকেন।চীন অবশ্য রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম সরবরাহের অনুরোধ পাওয়ার কথা অস্বীকার করেছে।
শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের পর সিবিএস নিউজের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ব্লিনকেন বলেন, বৈঠকে রাশিয়াকে চীনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি।
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন রাশিয়াকে মারণাস্ত্র সহায়তা দিতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা বিশ্বের কাছে যাতে ধরা না পড়ে, সেজন্য যত দ্রুত সম্ভব চীন এ কাজটি করতে চায় বলে সতর্ক করেছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তারা চীনের ‘বিরক্তিকর’ আচরণে এমন লক্ষণ দেখতে পেয়েছেন।
মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা চীন ঠিক কী ধরনের বিরক্তিকর আচরণ করছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে বলেছেন, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক রয়েছে এবং তারা চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে এ বিষয়ে তথ্য বিনিমিয় করেছে।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ বিষয়ে চীনা শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ই’র সঙ্গে আলোচনা করেছেন। জার্মানির মিউনিখ শহরে চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় এক বৈঠকেও তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।