আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের সাধারণ নির্বাচনকে সামনে রেখে দ্বীপটিতে ১০টি যুদ্ধবিমান, ছয়টি রণতরী এবং পাঁচটি বেলুন পাঠিয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়ে বলেছে, তারা বৃহস্পতিকার স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এসব যান দেখেছে। এছাড়া উপগ্রহবাহী দুটি চীনা রকেটও নিক্ষেপ করা হয় বলে জানানো হয়েছে। আজ শনিবার তাইওয়ানে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন হচ্ছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পিপলস লিবারেশন আর্মির এয়ার ফোর্সের (পিএলএএএফ) দুটি সামরিক বিমান মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা এলাকায় প্রবেশ করে। এসব বিমানের মধ্যে সুখোই সু-৩০ যুদ্ধবিমান রয়েছে।
এছাড়া একটি শানঝি ওয়াই-৮ অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমানও তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে প্রবেশ করে বলে দাবি করা হয়েছে।
তাইওয়ান জানায়, পাঁচটি চীনা বেলুন বৃহস্পতিবার সকাল ৪টা থেকে বিকেল ৪.২২ সময়ের মধ্যে শনাক্ত করা হয়েছে।
অধিকন্তু, জিয়াকুয়ান স্যাটেলাইন লঞ্চ সেন্টার থেকে বৃহস্পতিবার বেলা ১১.৫২-এ এবং তাইয়ুন স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে আরেকটি রকেট উৎক্ষেপণ করা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও রকেট নিক্ষেপের কথা জানিয়েছে। তারা জানায়, মহাকাশের পরিবেশ পরীক্ষা করার জন্য প্রথম রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। আর দ্বিতীয়টি করা হয়েছে আবহাওয়া পরীক্ষার জন্য।
সূত্র : তাইওয়ান নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।