মহাকাশ গবেষণায় অলৌকিক কাণ্ড ঘটালো চীন!

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে এক নতুন অলৌকিক ঘটনা ঘটলো চীন। মহাকাশ গবেষণায় দারুণ সাফল্য পেয়েছে চীনের মহাকাশ সংস্থা। বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলি মহাকাশ গবেষণা এগিয়ে যেতে দিনরাত কাজ করে চলেছে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করিয়ে ইতিহাস রচনা করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো।

চাঁদের মাটি সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করে চলতি বছরেই এবার অসামান্য নজির গড়ল চীন (China)। জানা গিয়েছে, চীনা বিজ্ঞানীরা এমন একটি একটি উদ্ভিদ আবিষ্কার করেছেন যা মঙ্গল গ্রহের জন্য খুবই উপযুক্ত। চীনা বিজ্ঞানীদের দাবি, তাঁদের আবিষ্কৃত ওই উদ্ভিদটি অ্যান্টার্কটিকা এবং মোজাভে মরুভূমিতে পাওয়া যায়।

ইতিপূর্বে ২৫ জুন চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে পাথর এবং মাটির নমুনা সংগ্রহের জন্য chang’e 6 নামক একটি মহাকাশযান পাঠিয়েছিল চীন। সেই মহাকাশযান ইতিমধ্যেই চাঁদ থেকে মাটির নমুনা সংগ্রহ করে ফিরে এসেছে। এবার চীনা বিজ্ঞানীদের দল এমন একটি উদ্ভিদ আবিষ্কার করেছেন, যা কিনা মঙ্গল গ্রহের জলবায়ুতেও বেঁচে থাকতে সক্ষম। শুধু তাই নয়, বেড়ে উঠতেও সক্ষম। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম “Syntrichia caninervis”।

ভীষণ ঠান্ডা থেকে চরম খরা কবলিত এলাকায় বেঁচে থাকতে পারে এই উদ্ভিদ। দ্য ইনোভেশন জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চীনের বিজ্ঞানীদের আবিষ্কৃত ওই মরুভূমির উদ্ভিদ কেবল বেঁচেই ছিল না, প্রায় সম্পূর্ণ ডিহাইড্রেশন থেকে দ্রুত সেরে ওঠে। এমনকি গামা রশ্মির সংস্পর্শে আসার পরে সাধারণত ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 দিন এবং 80 ডিগ্রি সেলসিয়াসে পাঁচ বছর ধরে বেঁচে থাকতে সক্ষম এক উদ্ভিদ।